• ঢাকা
  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

শরীয়তপুর সদর পৌরসভার উদ্যোগে জামায়াত ইসলামীর শুধু সমাবেশ অনুষ্ঠিত


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৮:০৯ পিএম
শরীয়তপুর সদর পৌরসভার উদ্যোগে জামায়াত ইসলামীর শুধু সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর সদর পৌরসভার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ অক্টোবর বিকেলে জেলা কার্যালয়ে 

এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শরীয়তপুর পৌরসভা আমীর 

মীর আবদুল জাব্বার এর সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমী। 

তিনি বলেন পিআর ছাড়া নির্বাচন হলে দেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, আর দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে মুক্ত করা সম্ভব নয়।এছাড়াও নমিনেশন বাণিজ্য করে নমিনেশনের টিকিট বিক্রি করে বড় দলগুলি শত শত কোটি টাকার বাণিজ্যের খেলা শুরু হবে।নমিনেশন বাণিজ্য বন্ধ করতেই পিআর পদ্ধতি অত্যন্ত প্রয়োজন।পিআর পদ্ধতির একটি সুবিধা হচ্ছে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে।     

দেশে ফের স্বৈরাচার জন্ম নিবে অধিকার হরণ হবে। এ সময় তিনি বিগত স্বৈরাচার এ সময় তিনি বিগত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ চৌদ্দ দলকে নিষিদ্ধের দাবি জানান। 

বিশেষ অতিথি ছিলেন মাওলানা মাসুদুর রহমান, জেলা সেক্রেটারি।

বক্তব্য রাখেন - মুহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী জেলা সেক্রেটারি, সদর উপজেলা আমীর মাওলানা বেলাল হোসাইন, এডভোকেট ছিদ্দিক আহমদ প্রমুখ।


Side banner
Link copied!