• ঢাকা
  • শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

শরীয়তপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ,উড়ে গেছে ঘরের চাল, নিহত- ১,আহত -৪


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ১১:৫৪ এএম
শরীয়তপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ,উড়ে গেছে ঘরের চাল, নিহত- ১,আহত -৪

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার হাতের কব্জিসহ উড়ে গেছে টিনের ঘরের চাল। এ সময় ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের গোপনে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থলে শত শত বোমা তৈরীর সরঞ্জাম পড়ে রয়েছে। এলাকায় চরম আতংক বিরাজ করছে। আজ  বৃহস্পতিবার  ভোরে উপজেলার বিলাসপুর মুলাই বেপারীকান্দির সাগর বেপারীর বাড়ীতে এ ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মাঝেমধ্যে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আজ বৃহস্পতিবার ভোরে কুদ্দুস বেপারীর চাচাতো ভাই আবু সিদ্দিক বেপারীর ছেলে সাগর বেপারীর সদ্য তৈরি করা বসতঘরে বোমা তৈরি করার সময় বিস্ফোরণ ঘটলে একই উপজেলার দেলোয়র হোসেন বেপারীর ছেলে সোহান বেপারী ঘটনাস্থলেই মারা যায়। নিহতের হাতের কব্জি সহ ঘরের চাল ঊড়ে যায়। এ সময় আরো ৪ জন গুরুতর  আহত হয়। পরে লাশ লুকাতে গিয়ে ঘটনাস্থলের দক্ষিন দিকে পিয়াজ ক্ষেতে নিয়ে যায় সন্ত্রাসীরা। সেখানে তার লাশ রেখে পালিয়ে যায় তারা। এছাড়া এ ঘটনায় আরও ৪ জন গুরুতর  আহত হয়। আহতদের চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে একটি সুত্র জানিয়েছে।
এ ব্যাপারে সাগরের স্ত্রী শিল্পী বেগম বলেন, আমার স্বামী ভ্যান চালায়। মানুষের থেকে সহযোগিতা নিয়ে ঘরটি তৈরি করেছি। নতুন ঘরে আমরা এখন ও থাকি না। ভোরে বোমার শব্দ পেয়ে ঘুম ভাঙে। পরে জানতে পারি আমাদের নতুন ঘরে নাকি বোমা বিস্ফোরণ হয়েছে। কে বা কারা ওই ঘরটিতে রাতে ছিল। ঘরে কোনো মালামাল না থাকায় তালা দেওয়া হতো না।
সাজেদা বেগম নামের স্থানীয় এক নারী বলেন, আগে এলাকায় অনেক মারামারি হতো। দুই পক্ষের লোকজন মারামারি করতো। এক বছর ধরে অনেকে জেলে থাকায় ভালই ছিলাম। এখন আবার আগের মতোই মারামারি শুরু হয়েছে। এ এলাকাটি একটি বোমার এলাকা পুলিশ জানলেও কোন অভিযান করে না।
প্রতিবেশী সাহানা বেগম বলেন, আমরা চরম আতংকে আছি। কোন রকম মুখ খুলতে পারবো না। 
রাবেয়া খাতুন নামের আরেক নারী বলেন, প্রথমে ভেবেছিলাম ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে। ঘর খুলে দেখি অনেক ধোঁয়া আর কিছু লোক দৌড়ে পালিয়ে যাচ্ছে। দেখি একজনের লাশ টানা হেচড়া করে পিয়াজ ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, বোমা বানাতে গিয়ে ৪ জন মারাত্মকভাবে আহত হয়। তাদের মধ্যে একজন মারা গেছে। লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। সাগর বেপারীর বাড়ীর ঘরটি উড়ে গেছে। পাশা পাশি শত শত বোমা তৈরীর সরঞ্জাম আশ পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। 
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হাসান বলেন, আজ সকালে বিলাশপুর এলাকায় একটি বাড়ীতে বোমা বানাতে গিয়ে এক জন মারা গেছে। এ সময় তাদের মধ্যে একজনের  হাতের কব্জি সহ ঘরের চাল উড়ে গেছে। আহতদের কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা তার খোজ খবর নিচ্ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।


Side banner
Link copied!