• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৬:০৬ পিএম
সিরাজগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ ৪ লাখ ৫৬ হাজার টাকার জালনোট ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদিসহ মো. ফরিদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ফরিদুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামের মো. কালাচাঁনের ছেলে।

 

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সামিউল আলম।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম বলেন, বুধবার উল্লাপাড়ার মাটিকোড়া এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে ৪ লাখ ৫৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফরিদুল জানান, গত দেড় বছর ধরে তিনি নিজ বাড়িতে জাল টাকা তৈরি করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে বিক্রি করে আসছিলেন। আগামী ঈদুল আজহা উপলক্ষে তিনি দুই কোটি টাকার জাল নোট তৈরির মিশন হাতে নিয়েছিলেন বলে জানান।


Side banner
Link copied!