• ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারী আটক


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০৫:১৭ পিএম
সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারী আটক
ছবি - সংগৃহীত

সিরাজগঞ্জে ১৬ হাজার পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। 
আজ মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের গোলচত্বর ও কড্ডা মোড়ে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাইমুল্যা গ্রামের শাহজাহান ফকিরের ছেলে শাফায়েত ফকির (৩৫), একই উপজেলার সিহালী দাইমুল্যা গ্রামের দিলবর ফকিরের ছেলে বাছেদ ফকির (৩২), রংপুরের মিঠাপুকুর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত ইমদাদুল হকের ছেলে জুয়েল মিয়া (৩০) ও জয়পুরহাটের সমশিরা গ্রামের সুজাউল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮)।

সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাজ উদ্দীন জানান, ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের গোলচত্বরে উত্তরাঞ্চলগামী একটি  মিনি ট্রাকে তল্লাসী করে বিশেষ কায়দার লুকিয়ে রাখা অবস্থায় ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ট্রাকে থাকা শাফায়েত ফকির ও জুয়েল মিয়াকে আটক  করা হয়।  

ওসি জুলহাজ উদ্দীন আরো জানান, সকাল সাড়ে ৮টার দিকে একই মহাসড়কের কড্ডা মোড়ে পৃথক অভিযানে ট্রাকের ভিতর তল্লাসী কওর আরো ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার এবং বাছেদ ফকির ও মিজানুর রহমানকে আটক করা হয়।
 


Side banner
Link copied!