• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

দেবিদ্বারের ভূমি কর্মকর্তা আলাউদ্দিনের দুর্নীতি


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০৫:২৭ পিএম
দেবিদ্বারের ভূমি কর্মকর্তা আলাউদ্দিনের দুর্নীতি
ছবি - সংগৃহীত

কুমিল্লা জেলার দেবিদ্বার ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। সেবা নিতে গেলে সেবাপ্রার্থীদের প্রতিটি পদে পদে কর্তাবাবুকে দিতে হচ্ছে ঘুষ। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সেবাপ্রার্থীরা বঞ্চিত হচ্ছে সেবা থেকে।

তথ্য সূত্রে জানা যায়, ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা আলাউদ্দিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরেই চলছে ঘুষ বাণিজ্য। ঘুষ না পেলে ফাইল ছাড়েন না তিনি। শুধু তাই নয়, এই ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা আলাউদ্দিনের কাছে জিম্মি সাধারণ মানুষ। 

(নাম প্রকাশে না করার সর্তে) ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, নাম প্রস্তাব, সার্ভে রিপোর্ট, নামজারি, ডিসিআর সংগ্রহ, মিস কেস ও খাজনা দাখিল থেকে শুরু করে সবকিছুতেই ঘুষের কারবার চলছে সমানতালে। জমির দামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘুষ লেনদেন! এখানে দালালদের সিন্ডিকেট অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

ভুক্তভোগীদের আরোও বলেন , বৈধ কাজে গিয়েও প্রকৃত মালিকদের নানা হয়রানির শিকার হতে হয়। অসাধু কর্মকর্তা আলাউদ্দিন  কে ‘ম্যানেজ’ করে খারিজ পার করতে হয়। জমির মালিকরা টাকা দিয়েও জমি খারিজ করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এ ইউনিয়ন ভূমি অফিসে দালাল উৎপাতও বেশি। সাধারণ মানুষ অতিষ্ঠ। ভূক্তভোগীরা আরও জানান, এই ভূমি অফিসের দুর্নীতি এমন চরমে পৌঁছেছে সরকারি নীতিমালার বাইরে চুক্তি অনুযায়ী মোটা অংকের ঘুষ ছাড়া কোন হয় না। নামজারির তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ১০ হাজার থেকে মোটা অংক টাকা আদায় করে এই অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন স্তরে ভাগ দেয়ার কথা বলে।তবে টাকা দিলে তদন্ত প্রতিবেদন, সার্ভে রিপোর্ট আর নামজারি খতিয়ানের অবৈধ কাগজ বের করা কোনো ব্যাপারই না।এ ব্যাপারে জানতে ভূমি কর্মকর্তা আলাউদ্দিনের মুঠোফোনে একাধিক বার ফোনে করেও তার মতামত নেয়া সম্ভব হয়নি।                                 ভুক্তভোগীদের দাবী এই দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা আলাউদ্দিনের দুর্নীতি রোধে দুদকের সু-হস্তক্ষেপ জরুরি।
 


Side banner
Link copied!