• ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিএনপির ডাকা অবরোধের ২৪ ঘণ্টায় ১০ গাড়িতে আগুন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০২:৫৬ পিএম
বিএনপির ডাকা অবরোধের ২৪ ঘণ্টায় ১০ গাড়িতে আগুন
ছবি - সংগৃহীত

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে ১০টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এসব আগুনের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এর মধ্যে ঢাকা সিটিতে একটি, নওগাঁয় একটি, কিশোরগঞ্জ একটি, খাগড়াছড়ি একটি, দিনাজপুর একটি, রাজশাহী একটি, নাটোর তিনটি ও সিলেটে একটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আগুনে পাঁচটি বাস, চারটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ও ৭৫ জন জনবল কাজ করে।
ফায়ার সার্ভিস বলছে, গত ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২১৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে তারা।
বিএনপির অবরোধ-হরতালের এ কর্মসূচি শুরু হয়েছে গত ২৮ অক্টোবরের সহিংসতাকে কেন্দ্র করে। সরকার পতনের এক দফা আন্দোলনে সেদিন রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিল বিএনপি।
ওই সমাবেশ চলাকালে এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়, কাকরাইল ও পল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। আগুন, ভাঙচুর ও ককটেল ছোড়া হয়। পিটিয়ে হত্যা করা হয় পুলিশের এক কনস্টেবলকে। এ ছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেছেন আরও একজন।


Side banner
Link copied!