• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আকাশ ছোঁয়া আয়ের পথে ‘দ্য কাশ্মীর ফাইলস’


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০১:৪৩ পিএম
আকাশ ছোঁয়া আয়ের পথে ‘দ্য কাশ্মীর ফাইলস’
আকাশ ছোঁয়া আয়ের পথে ‘দ্য কাশ্মীর ফাইলস’

কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা। এটি ১১ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই এটি ঝড় তুলেছে বক্স অফিসে। রেকর্ড গড়ে ছুটছে আকাশ ছোঁয়া আয়ের পথে।

ভারতীয় গণমাধ্যম বলছে, দ্বিতীয় সপ্তাহেই ছবিটি ১৫০ কোটি রুপি আয় করেছে। নির্মাতারা আশা করছেন সিনেমাটি খুব দ্রুতই ৩০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে।
করোনাকালীন সিনেমার ব্যবসার খরায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ যেন জাদুর কাঠি হয়ে ধরা দিয়েছে। প্রতিদিনই লাখ লাখ দর্শক হলে গিয়ে ছবিটি দেখছেন। প্রশংসা করছেন। বলিউডের অনেক তারকারাও ছবিটির প্রশংসা করে এটি দেখতে সবাইকে অনুরোধ করছেন।

অনেকেই মুক্তির আগে ভেবেছিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ অক্ষয় কুমার অভিনীত ‘বচ্চন পান্ডে’ ছবির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পেরে উঠবে না। কিন্তু বাস্তবতা দেখা গেল ভিন্ন। ‘বচ্চন পান্ডে’কেই চুপসে দিয়েছে মিঠুন চক্রবর্তী, অনুপম খেরদের সিনেমা। ছবির সাফল্য দেখে প্রযোজনা প্রতিষ্ঠান হিন্দি ছাড়া আরও ৪টি ভাষায় ছবিটি ডাবিং করিয়ে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশী এবং চিন্ময় মন্ডলেকারসহ আরও অনেকে।


Side banner
Link copied!