
বলিউড পাড়ায় নিজেদের নাম লেখানোর জন্য অনেকেই অনেক সংগ্রামের মধ্য দিয়ে যান। আবার অনেকে বেছে নেন অন্ধকার পথ। এবার আলোচনায় এসেছে বলিউডের অন্ধকার দিক।
জানা গেছে, বলিউড সিনেমায় কাজ দেয়ার নাম করে উঠতি মডেলদের দেহ ব্যবসায় নামানো হতো। আর এই কাজের সঙ্গে যুক্ত কাস্টিং ডিরেক্টর অভিনেত্রী আরতি মিত্তল। খবর হিন্দুস্থান টাইমস।
মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে পরিচয় গোপন রেখে গ্রাহক সেজে মিত্তলকে ফোন করেন এবং দুই বন্ধুর জন্য দুজন মেয়ের বন্দোবস্ত করে দিতে বলেন। প্রস্তাবে সম্মতি জানিয়ে ৬০ হাজার টাকা দাবি করেন আরতি।
মডেলদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ছলে-বলে কৌশলে উঠতি মডেলদের দেব ব্যবসার নামার প্রলোভন দেখাতেন আরতি, পর্দাফাঁস হতেই পুলিশ গ্রেফতার করেন অভিযুক্ত আরতি মিত্তলকে। আপতত পুলিশ হেফাজতে আরতি।
আপনার মতামত লিখুন :