• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ইমরান খানের আরও ১৪ দিনের রিমান্ড মঞ্জুর


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৮:৩৯ পিএম
ইমরান খানের আরও ১৪ দিনের রিমান্ড মঞ্জুর
ছবি - সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেইশির রিমান্ডের মেয়াদ বাড়ছে। সাইফার বা গোপন তারবার্তার মামলায় তাদের আরও ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফলে আগামী ১০ আক্টোবর পর্যন্ত রিমান্ডে থাকছেন এ নেতারা। খবর জিও নিউজ ও ডনের।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিচারক আবুল হাসনাত জুলকারনাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় আদালতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিসহ (এফআইএ) পিটিআইয়ের আইনজীবী সালমান সাফদার, লতিফ খোসা, উমার নিয়াজি এবং নাইম পানজুথা উপস্থিত ছিলেন। এ ছাড়া শুনানি চলাকালে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কোরেইশিকে আদালতে হ্যান্ডকাফ পরিয়ে হাজির করা হয়।

পিটিআিইয়ের আইনজীবী লতিফ খোসা সাংবাদিকদের জানান, তারা আদালতে এফআইয়ের মামলায় একটি চালান জমা দিয়েছেন। এতে ইমরান খান আজ জামিন পেতে পারেন। এ সময় তিনি রাষ্ট্রের বিরুদ্ধে আদালতের নির্দেশনা ও সংবিধান ভঙ্গ করায় তিনি এর নিন্দা জানান।


Side banner
Link copied!