• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

মার্কিন আদালতে ভারতীয় আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


FavIcon
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৬:২৩ পিএম
মার্কিন আদালতে ভারতীয় আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি আদালত। ঘুষ দেওয়া ও প্রতারণার মাধ্যমে কয়েকশ কোটি ডলারের সৌরবিদ্যুৎ প্রকল্প বাগিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানার অনুলিপি যুক্তরাষ্ট্রের বিদেশি আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে শিগগিরই হস্তান্তর করা হবে। এর আগে ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন ও বিশ্বের অন্যতম ধনী গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়। এতে ঘুষ দিয়ে নিজ দেশে বিশাল এক সৌরশক্তি প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতারণা করার কথা বলা হয়েছে।

৬২ বছর বয়সী আদানি ভারতের অন্যতম ধনী ব্যক্তি। তার ব্যবসার সাম্রাজ্য বন্দর এবং বিমানবন্দর থেকে নবায়নযোগ্য শক্তি পর্যন্ত বিস্তৃত। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, কোম্পানির জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্প হাসিল করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ দেওয়া হয়েছে।

আদানির বিরুদ্ধে অভিযোগ, তিনি সেসব বিনিয়োগকারীকে প্রতারিত করেন, যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের তার এ পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হয়েছেন যে, ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এ লাভজনক চুক্তিটি পান।


Side banner
Link copied!