• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনপ্রিয় সংগীতশিল্পী নির্মলা মিশ্রর মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ১২:২৩ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী নির্মলা মিশ্রর মৃত্যু
ছবি: সংগৃহীত

দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই বাংলার তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী নির্মলা মিশ্র। শনিবার ৩০ জুলাই রাত ১২টার দিকে মারা যান এই কিংবদন্তি।

জানা যায়, বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পণ্ডিত মোহিনীমোহন মিশ্র ও ভবানী দেবীর কন্যা নির্মলা মিশ্র। বাবার চাকরির কারণেই তিনি পরিবার নিয়ে কলকাতার চেতলায় চলে আসেন। ১৯৩৮ সালে দক্ষিণ ২৪ পরগনার মজিলপুরে জন্মগ্রহণ করেন নির্মলা। নির্মলার স্বামী প্রদীপ দাশগুপ্তও ছিলেন একজন শিল্পী ও গীতিকার। ১৯৭৬ সালে উত্তম কুমারের সঙ্গে নবরূপে তৈরি মহালয়ার প্রভাতী অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছিলেন বলে শোনা যায়।

প্রসঙ্গত, ‘ও তোতা পাখি রে’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’ তার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। বাংলা আধুনিক গানের ইতিহাসে তিনি চিরভাস্বর।

গত ডিসেম্বর মাসেও চিকিৎসার জন্য নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল নির্মলাকে। শনিবার রাতে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যু হয় বলে জানিয়েছেন তার চিকিৎসক।

গতরাতে তার মরদেহ সাউদার্ন অ্যাভিনিউতে একটি নার্সিং হোমে রাখার পর রোববার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হয়েছে জানা গেছে।
 


Side banner
Link copied!