
ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়েছে দু’দিন হলো। আবারো মাঠে নামতে যাচ্ছে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া। তবে এবার লড়াইটা ৫০ ওভারের না হয়ে হবে ২০ ওভারের। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে।
এই সিরিজের জন্য ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক ভারত। যেখানে বিশ্বকাপ খেলা ১২ জনই অনুপস্থিত। বলা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত তাদের বি টিম নিয়েই নামছে। নতুন করে নেতৃত্ব তুলে দেয়া হয়েছে ব্যাটার সূর্যকুমার যাদবের হাতে।
এদিকে অস্ট্রেলিয়াও তাদের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে অধিনায়ক করা হয়েছে ম্যাথু ওয়েডকে। এছাড়া বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ৫ জন। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সফল বিশ্বকাপ শেষে ওয়ার্নাররা দেশে ফিরে ছুটি কাটাবেন।
ঘোষিত স্কোয়াডে ম্যাথু ওয়েডের নেতৃত্বে অজি একাদশে আছেন ফাইনালের হিরো ট্রাভিস হেড। আছেন গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পারা। তাদের সঙ্গে নতুন হিসেবে দলে নেয়া হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার অ্যারন হার্ডিকে।
দল থেকে বিশ্রামে রয়েছেন ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, দুই পেসার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক এবং দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও মিচেল মার্শ।
আগামী ২৩ নভেম্বর বিশাখাপত্তমে প্রথম টি-টোয়েন্টিতে নামবে ভারত-অস্ট্রেলিয়া, ২৬ নভেম্বর থ্রিবান্দামে দ্বিতীয় টি-টোয়েন্টি। ২৮ নভেম্বর গৌহাটিতে তৃতীয়, ১ ডিসেম্বর রায়পুরে চতুর্থ ও ৩ ডিসেম্বর বেঙ্গালুরুতে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি খেলবে দু’দল।
এই সিরিজের জন্য সোমবার ভারতও দল ঘোষণা করেছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলটিতে বিশ্বকাপ খেলা বেশিরভাগ ক্রিকেটারই নেই।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড
ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যারন হার্ডি, জেসন বেহেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, ন্যাথান এলিস, ট্রাভিস হেড, জস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, তানবীর সাঙ্ঘা, ম্যাট শর্ট্ম, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, কেইন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।
আপনার মতামত লিখুন :