
সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে রোববার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পতাকা উত্তোলন,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় উপজেলা অফিসার্স ক্লাবে ' মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব লিয়াকত আলী খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মোরেলগঞ্জ থানা ওসি (তদন্ত) মোঃ শাহজাহান আহমেদ, প্রাথমিক শিক্ষা শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম কে আজিজ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :