• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খুলনায় বিএনপির বিক্ষোভ পুলিশের ওপর হামলা, রেলস্টেশনে ভাঙচুর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০২:১৫ পিএম
খুলনায় বিএনপির বিক্ষোভ পুলিশের ওপর হামলা, রেলস্টেশনে ভাঙচুর
ছবি - সংগৃহীত

খুলনা রেলস্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় রেল স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করেছে তারা।
আজ শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।
খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এ সময় পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে।
খুলনা রেলস্টেশনে পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন, ‘সমাবেশে অংশ নিতে আসা কাউকে বাধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।


Side banner
Link copied!