• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শরীয়তপুর জেলা শহীদ মিনারে বিএনপির সহ অঙ্গ সংগঠনের শ্রদ্ধাঞ্জলি


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১২:৪৩ পিএম
শরীয়তপুর জেলা শহীদ মিনারে বিএনপির সহ অঙ্গ সংগঠনের  শ্রদ্ধাঞ্জলি
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষার সাথে মায়ের একটি গভীর সম্পর্ক রয়েছে। মা শব্দের অর্থ হচ্ছে স্নেহ মায়া মমতা। মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। মাতৃগর্ভ থেকে একটি শিশু ভূমিষ্ঠ হয়ে সর্বপ্রথম সে তার মায়ের কথায় কথা বলতে শিখে। যে মাটিতে হাঁটতে শেখে সেই মাটি হচ্ছে তার জন্মভূমি। ওই জন্মভূমি হচ্ছে তার কাছে একটি পবিত্র মাতৃগর্ভ। ব্রিটিশ আমল থেকে শুরু করে ১৯৪৭ ১৯৫০ এবং ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানের বর্বর জাতি এবং তৎকালীন পরাধীন পূর্ব বাংলাদেশে জন্মগ্রহণ করা কিছু ঘাতক দালালরা ওই বর্বর জাতির সাথে হাত মিলিয়ে এই দেশের মায়ের ভাষা এবং মাতৃগর্ভ জন্মভূমিকে কেড়ে নিতে চেয়েছিল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পাকিস্তান সরকার মায়ের ভাষা বাংলাকে ঘোষণা দিয়েছিল বাংলা ভাষা হবে একমাত্র উর্দু রাষ্ট্রভাষা। পরাধীন বাংলার মানুষ মায়ের ভাষা কে রক্ষার্থে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী লড়াকু ছাত্র সালাম বরকত জব্বার রফিক সহ আরো অনেকে মাতৃভাষা রক্ষার্থে ঢাকার রাজপথে মিছিলে স্লোগানে বলেন, বাংলা হবে একমাত্র রাষ্ট্রভাষা। বায়ান্নর একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা রক্ষার্থে ঢাকার রাজপথের মিছিলের উপর পাকিস্তানি ঘাতক বাহিনীরা গুলি বর্ষন করে সালাম বরকত রফিক জব্বার সহ নাম না জানা অনেককেই হত্যা করেছিল। সেই থেকেই ৫২-৫৪ ৫৬ ৬৮ ৬৯ এবং ১৯৭১ সাল পর্যন্ত পরাধীন পূর্ব বাংলা মানুষের মাতৃভাষা এবং স্বাধীন রাষ্ট্র অর্জনের জন্য প্রতিবাদ থেমে থাকেনি। সেই প্রতিবাদের মধ্য দিয়েই ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তখই সংগ্রামের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ এবং দুই লক্ষ মা বোনদের ইজ্জত সম্ভ্রম এর বিনিময়ে আমাদের মাতৃভাষা এবং আমাদের জন্মভূমিকে রক্ষা করতে পেরেছি। ভাষার জন্য জীবন দিয়ে সালাম বরকত রফিক জব্বার সহ নাম না জানা আরো অনেকের জন্য আজ একুশে ফেব্রুয়ারি এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবী এবং স্বাধীন বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষ ভাষা শহীদের প্রতি ততদিন শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি ২০২৩ সকাল সাতটার দিকে জেলা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল সালাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মাহবুব আলম খায়ের, সদর পৌরসভার বিএনপি'র সহ-সভাপতি মোহাম্মদ কামাল শেখ, সদর উপজেলা এবং কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ওবায়দুর রহমান টিটু সরদার, পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারী, জেলা ছাত্রদল নেতা পারভেজ প্রান্ত তালুকদার ইমাম সহ জেলা বিএনপি জেলা স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কৃষক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের জেলা বিএনপি কর্মীবৃন্দ।

ভাষা শহীদদের প্রতি জেলা শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নেতা ওবায়দুর রহমান টিটু সরদার গণমাধ্যমকে বলেন আজকের এই দিনটিতে যারা ভাষার জন্য জীবন দিয়েছিল তারা কোন দলের ছিল না। তখন কোন আওয়ামী লীগ বিএনপি জামাত কমিউনিস্ট পার্টি কোন দলই ছিলনা। তখন মাতৃভাষা বাংলা ভাষাকে রক্ষার জন্য পরাধীন পূর্ব বাংলার মানুষ সকলেই ছিল একমত। অন্তত আজকের এই দিনটিতে কোন দলে বিভক্ত না করে এক কাতারে কাঁদ মিলিয়ে সকলেরই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া উচিত।


Side banner
Link copied!