
শরীয়তপুর সদর উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রাণীর সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পালং-জাজিরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন অপু। দিনব্যাপী প্রদর্শনী শেষে সেরা প্রাণিসম্পদ খামারীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুরস্কার এর চেক এবং সনদ তুলে দেন সম্মানিত জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ মারুফ রেজভী তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,সদর শরীয়তপুর। উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। প্রানী সম্পদ প্রদর্শনীতে ৩০ জন খামারি তাদের খামারের কার্যক্রম প্রদর্শন করেন। তিন ক্যাটাগরিতে নয়জন খামারি এবং একজন খামারিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় কে যথাক্রমে চার হাজার, তিন হাজার এবং দুই হাজার টাকা করে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন জননেত্রী শেখ হাসিনার ঘোষণা এক ইঞ্চি মাটি খালি রাখা যাবে না। প্রতি ইঞ্চি মাটি কৃষির আওতায় আনতে হবে। তিনি আরো বলেন উপজেলা পশু প্রাণী সম্পদ কর্মকর্তা এবং আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছি পরামর্শ সহ উপজেলার সকল কৃষক খামারির পাশে সব সময় থাকবো।
আপনার মতামত লিখুন :