• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে চুরি যাওয়া গরু উদ্ধার, আদালতের মাধ্যমে মালিককে হস্তান্তর


FavIcon
কাওছার আহমেদ , সিরাজগঞ্জ :
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩, ০৫:০৬ পিএম
সিরাজগঞ্জে চুরি যাওয়া গরু উদ্ধার, আদালতের মাধ্যমে মালিককে হস্তান্তর
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে উদ্ধার হওয়া ষাঁড় গরু দুটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। কৃষক হুমায়ন ও কবির সেখ জেলার কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের গুয়াখড়া গ্রামের বাসিন্দা। তারা প্রতিদিনের মত গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে যান । ঘুম থেকে সকালে উঠে দেখেন তাদের গোয়ালঘরে গরু নেই। বিভিন্ন জায়গায় খুঁজেও না পেয়ে দুজন থানায় অভিযোগ করেন। পুলিশের চেষ্টায় ছয় দিন পর গরু ফিরে পেয়ে খুব আনন্দিত ওই দুই কৃষক। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবির সাংবাদিকদের বলেন, ১৭ মার্চ সয়দাবাদ ইউনিয়নের চর সায়দাবাদ গ্রাম থেকে চুরি হওয়া দুটি ষাঁড় উদ্ধার করা হয়। কিন্তু প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে কাজিপুর থানার মাধ্যমে জানা যায় ওই এলাকায় দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই দুই ব্যক্তিদের চুরি হওয়া গরুর বিবরণ শুনে তাদের প্রকৃত মালিক শনাক্ত করা হয়। আদালতের মাধ্যমে তাদের গরু দুটি বুঝিয়ে দেওয়া হয়।


Side banner
Link copied!