• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে পাট চাষীদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ,পাটবীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন


FavIcon
কাওছার আহমেদ , সিরাজগঞ্জ :
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০৬:৫৪ পিএম
সিরাজগঞ্জে পাট চাষীদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ,পাটবীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন
ছবি - সংগৃহীত

সিরাজগঞ্জে পাট অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের’ আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ শেষে পাটবীজ বিতরণ করা হয়েছে।সোমবার (২৭ মার্চ) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদফতরের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম.নাছিম রেজা নূর দিপু, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আনোয়ার সাদাত, ঢাকার পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) ওসমান গণি শেখ, উপসহকারি পাট কর্মকর্তা কাজিপুরের মো. আবু জোহা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সদরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু এবং সঞ্চালনা করেন জেলা পাট অধিদফতরের পাট কর্মকর্তা মো. নাজমুল হক। 
 


Side banner
Link copied!