• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস পালন


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ০৭:২৯ পিএম
মতলব দক্ষিণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস পালন
ছবি: সংগৃহীত

নানা কর্মসূচির মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, দেশাত্তবোধন গান, আলোচনা সভা, দোয়া মুনাজাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়:

রবিবার (২৬ মার্চ) সকালে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম,স্বরূপ সরকার, শাহআলম সিকদার, শান্তি রঞ্জন মন্ডল, রাকিব উদ্দিন খান, বিথীকা রানী মন্ডল, আবু জাফরসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

 

আধারা উচ্চ বিদ্যালয়:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার (২৬মার্চ) সকালে উপজেলার আধারা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কানিজ রহিমা আক্তার, সহকারি শিক্ষক বেলায়েত হোসেন, এনায়েত উল্লাহ, মিজানুর রহমান, ইয়ানুর আক্তার, শাহিনুর আক্তার, আফরোজা আক্তার, গোলাম মোস্তফা, তানভির আহম্মেদ, আরিফুল ইসলামসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

 

কাচিয়ারা স্কুল এন্ড কলেজ:

মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা স্কুল এন্ড কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবেদা সুলতানা শিরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মো. শাহআলম ভূইয়া, হাসান মাসুম, কুদরতউল্লাহ, জুবাইদা আক্তার, মাও. আলাউদ্দিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 

কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার (২৬মার্চ) সকালে মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের সভাপতি মো. রাসেল পাটোয়ারী নিলয়ের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মিজানুর রহমানে উপস্থাপনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার সোহেল আহম্মেদ, সহকারি প্রধান শিক্ষক জসিম উদ্দিন পাটোয়ারী, সহকারি শিক্ষক আব্দুল কাদের, সফিউল আলম, মনির হোসেন, জয়দেব কুমার, রিনা রানী দাস, শাহিনুর আক্তার, দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে স্ব স্ব প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


Side banner
Link copied!