
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যদের নিয়ে বার্ষিক সাধারন সভা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি দৈনিক আমার সংবাদ ও প্রবাহ প্রতিনিধি এইচ এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাংগঠনিক নানা বিষয়ে বার্ষিক বিভিন্ন পরিকল্পনা এবং মেয়াদ শেষে নতুন কমিটি গঠন সহ নানাবিধ বিষয়ের কথা তুলে ধরেন সাধারণ সম্পাদক দৈনিক ভোরের দর্পন ও লোক সমাজ প্রতিনিধি মোঃ শামীম আহসান মল্লিক। বক্তব্য রাখেন দৈনিক খোলা কাগজ প্রতিনিধি নির্বাহী সদস্য আবু সালেহ, এম এ জলিল, সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজ ও প্রবর্তন প্রতিনিধি এইচ এম জসিম উদ্দিন, সহ - সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাইফুজ্জামান রিপন, অর্থ সম্পাদক দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি কে এম শহীদুল ইসলাম, কার্যনীবাহী সদস্য দৈনিক ইনকিলাব ও খুলনা টাইমস প্রতিনিধি মেজবাহ ফাহাদ,কার্যনির্বাহী সদস্য দৈনিক নওয়াপাড়া প্রতিনিধি হাসানুজ্জামান বাবু,সদস্য দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি শাহ-আলম তালুকদার,সদস্য দৈনিক দক্ষিনাঞ্চল প্রতিদিন এর প্রতিনিধি শীব সজল জিশু ঢালী,সদস্য সংযোগ বাংলাদেশ প্রতিনিধি এম এইচ সগীর,সদস্য দৈনিক প্রভাত প্রতিনিধি রমিজ উদ্দিন,সদস্য দৈনিক আলোকিত নিউজ প্রতিনিধি এখলাস শেখ,সদস্য দৈনিক আমার একুশ ও আলোকিত নিউজ ২৪ প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা সদস্যদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বিনিময় এবং সামনের দিনে কিভাবে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সংবাদের পরিধি বাড়িয়ে নেয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :