
হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় ২৬ কেজি গাঁজা সহ ইসমাইল (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসমাইল হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের আব্দুল গনির পুত্র। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ পৌরশহরের ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে । এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি অটো রিক্সা (সিএনজি) আটক করে পুলিশ। শনিবার সকালে তার বিরুদ্ধে মাদক আইনে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে সোপর্দ করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, গ্রেপ্তারকৃত ইসমাইল চুনারুঘাট ভারত সীমান্ত এলাকা থেকে মাদক ক্রয় করে তার নিজ উপজেলা বাহুবলের মিরপুরে বিক্রিয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, ২৬ কেজি গাজাসহ ইসমাইলকে গ্রেপ্তার করে।
আপনার মতামত লিখুন :