
উদ্বোধনের ১২ বছর গত হলেও মাছুলিয়া খোয়াই ব্রীজ থেকে মশাজান ব্রীজ পর্যন্ত খোয়াই নদীর পূর্ব পারে আছিপুর এলাকায় প্রায় ১কিলো মিটার রাস্তা বিসি ঢালাইর কাজ এখনো সম্পুর্ন করে না সংশ্লিষ্ট বিভাগ।
চরম দুর্ভোগের সাথে কর্মমূখী মানষ রাস্তা চলাচল করছেন । তাছাড়া মশাজান ব্রীজ দিয়ে প্রবেশ করলে স্থানে স্থানে যানজটের কবলে পরতে হয়। সড়কটি পাকা হলে শহরমূখী অতিরিক্ত যানবাহন উক্ত সড়ক দিয়ে চলাচলে ব্যাপক সহায়ক হতো। এমনকি শহরের আরেকটি বাইপাস সড়ক তৈরী হতো।
দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমাণ্য লোকজন সংশ্লিষ্ট বিভাগে দাবী জানিয়ে আসলে কাজের কাজ কিছুই হয় না।
ওই সড়ক থাকায় যাত্রী বহনে ছোট যাহন চলার সুযোগ এখনো হয় নাই। এমনকি চরম দুর্ভোগের সাথে পায় হেটে চলাচল করছেন সাধারণ মানুষ।
উল্লখ্য যে ২০১১ সালে ২৪ অক্টোবর যোগাযোগ এবং নৌপরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হবিগঞ্জ ৩ আসনের সাংসদ এডভোকেট মোঃ আবু জাহির মাছুলিয়া খোয়াই ব্রীজ থেকে মশাজান ব্রীজ পর্যন্ত বিসি ঢালাই রাস্তা উন্নয়ন কাজের আনুষ্টানিক শুভ উদ্বোধন করেন।।
প্রকল্প বাস্তবয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জ সদর
তিন দফায় ৩ কিলোমিটার রাস্তা বিসি ঢালাই করে। কিন্তু অপর এক কিলোমিটার রাস্তা এখনো বিসি ঢালাই করছে না এলজিইডি।
ফলে মাছুলিয়া ব্রীজ থেকে মশাজান ব্রীজ পর্যন্ত কোন যানবাহন চলাচলের সুযোগ হয় নাই।
আছিপুর গ্রামের সাবেক মেম্বার দুদু মিয়া জানান তিনি এলজিইডি অফিসে বহুদিন যোগাযোগ করে নিষ্ফল হয়েছেন। অনুরূপ বলেন একই গ্রামের সাবেক সেনা সদস্য মোঃ ফারুক মিয়া।
উক্ত সড়কটি পাকার কাজ দ্রুত শেষ করে যান চলাচলের সুযোগ করার দাবী জানান ভুক্তভোগীরা।
আপনার মতামত লিখুন :