
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদের (সবিস) এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিপ্রবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী তুষার চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ধনঞ্জয় মালী।
৬ সেপ্টেম্বর (বুধবার) সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ এর সভাপতি শ্রী কুশল বরণ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক শ্রী সুমন কুমার দাশ এর সাক্ষরিত ১৯৬ সদস্যের এই কমিটি ঘোষিত হয়।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন," আমরা সনাতন বিদ্যার্থী সংসদ এর মূলনীতি হৃদয়ে ধারণ করে এর লক্ষ্য ও উদ্দেশ্য গুলো পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করবো। ক্যাম্পাসে মন্দির নির্মাণ বাস্তবায়নের বিষয়টি বেগবান করাই হবে আমাদের মূল লক্ষ্য। প্রশাসনের সহযোগিতায় আমাদের কমিটি ক্যাম্পাসে মন্দির নির্মাণে সফল হবে বলে আশা করি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ধর্মীয় অনুষ্ঠান গুলো সঠিক ও শুদ্ধ ভাবে পালন করা হবে আমাদের অন্যতম দায়িত্ব। সুস্থ ধর্মচর্চার মাধ্যমে এগিয়ে যাবে সনাতন বিদ্যার্থী সংসদ।"
আপনার মতামত লিখুন :