
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে । ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তাসনিম আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহ মহিবুল্লা সৌরভ, অফিসার ইনচার্জ রিপন বালা,সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, মতলব প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক ভৌমিক, সাধারণ সম্পাদক চন্দন সাহা, ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম মামুন মৃধা, গোলাম মোস্তফা, জহিরুল মোস্তফা তালুকদার, ইকবাল হাওলাদার, শহিদউল্লাহ প্রধান, কামরুজ্জামান মোল্লা, কাউন্সিল পিন্টু সাহা, ডিজিএম শহিদুল ইসলাম প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ, উপজেলার ৩৬টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারন সম্পাদকগন , উপজেলা পরিষদের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তি বর্গরা । এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনা করা হয় ।
আপনার মতামত লিখুন :