• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মাদকের বিরোদ্ধে প্রতিবাদ করায় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ০৮:৫৯ পিএম
মাদকের বিরোদ্ধে প্রতিবাদ করায় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি
ছবি - সংগৃহীত

মতলব দক্ষিণ উপজেলায় মাদকের বিরোদ্ধে প্রতিবাদ করায় ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদারকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরে মো.স্বপন নামের এক ব্যক্তি তাঁর ফেইসবুক একাউন্ট থেকে এ হুমকি দেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের ভাই মাসুদ রোববার বিকেলে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান মো.ইকবাল হোসেন হাওলাদারের বাড়ি উপজেলার ঘিলাতলী গ্রামে। ওই গ্রামের মৃত নাসির উদ্দিন হাওলাদারের ছেলে তিনি। অভিযুক্ত মো. স্বপনের বাড়িও ঘিলাতলী গ্রামে। ওই গ্রামের শাসসুল হক প্রধানের ছেলে তিনি। 
ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদারের ছোট ভাই মো. মাসুদ হাওলাদার লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেন, তাঁর গ্রামের বাসিন্দা মো. স্বপন একজন মাদক বিক্রেতা এবং সেবনকারী। দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্যের ব্যবসাও করছেন। ওই মাদক বিক্রি ও সেবন করতে তাকে (স্বপন) ইতিপূর্বে একাধিকবার বাধা দেন তাঁর বড় ভাই চেয়ারম্যান  মো. ইকবাল হোসেন হাওলাদার। এতে ক্ষিপ্ত হয়ে গত কয়েক দিন ধরে স্বপন তাঁর ফেইসবুক একাউন্ট থেকে একাধিক পোস্ট দিয়ে তাঁর ভাইকে প্রাণনাশের হুমকি দেন। এবং নেতিবাচক মন্তব্য করে তাঁর ভাইয়ের সামাজিক মর্যাদাও নষ্ট করছেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য লোকজনকে জানিয়ে মীমাংসার চেষ্টা করা হয়। এরপরও ওই ব্যক্তি ফেইসবুকে তাঁর ভাইকে হত্যার হুমকি দিয়েই যাচ্ছেন। মো. মাসুদ হাওলাদার বলেন, এ ঘটনার পর থেকে তাঁর ভাই ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন । আপাতত থানায় লিখিত অভিযোগ করেছেন। পরে জিডি বা মামলা করবেন। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। এলাকার একাধিক ব্যাক্তিরা জানান স্বপন এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। 
    
মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।
 


Side banner
Link copied!