• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মতলব দক্ষিণে মা ইলিশ সংরক্ষণে সচেতনা মূলক সভা অনুষ্ঠিত


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৭:১২ পিএম
মতলব দক্ষিণে মা ইলিশ সংরক্ষণে সচেতনা মূলক সভা অনুষ্ঠিত
ছবি - সংগৃহীত

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ২০২৩ বাস্তবায়নের লক্ষে সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে । 

আজ ৪ অক্টবর সকাল ১১ টায় মতলব দক্ষিণে উপজেলা  মৎস অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে  নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদেের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল, ওসি তদন্ত সালেহ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মবিন সুজন,সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল আলম খান, যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধান, উপাদী দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ । 

এ সময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, ক্রীড়া সম্পাদক সমীর ভট্টাচার্য্যসহ এলাকার জেলে ও মৎস ব্যবসায়ীরা । সভায় মা ইলিশ রক্ষায়  আগামী ১২ অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সকল ধরনের মাছ ধরা,  বিক্রি ও মওযুত করা নিষেধ করা হয়েছে।
 


Side banner
Link copied!