• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চেয়ারম্যানের পদ ছেড়েছেন ডা. মুশফিক হুসেন চৌধুরী


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০৫:৪৪ পিএম
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় চেয়ারম্যানের পদ ছেড়েছেন ডা. মুশফিক হুসেন চৌধুরী
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছেড়েছেন ডা. মুশফিক হুসেন চৌধুরী।

  

স্থানীয় সরকার মন্ত্রণালয় মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে ডা. মুশফিকের পদত্যাগপত্র গ্রহণ করে।

 

 মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক নিশ্চিত করেছেন।

 তিনি জানান, ডা. মুশফিক হুসেন চৌধুরী নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যানের পদ ছেড়েছেন।

পদত্যাগপত্র গ্রহণ করে হবিগঞ্জ জেলা পরিষদের এক নম্বর ক্রমিকের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মো. শামীম আনোয়ারকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে ক্ষমতা দেওয়া হয়েছে।

 জেলার নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আরও দুজন স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাদের একজন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু।

 অন্যজন বর্তমান এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজের ছোট ভাই গাজী মোহাম্মদ শাহেদ।

এ আসনে মোট ৪ লাখ ৩০ হাজার ভোটার রয়েছেন।


Side banner
Link copied!