• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দিপু চৌধুরী আর নেই


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০৮:৪১ পিএম
নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দিপু চৌধুরী আর নেই
ছবি: সংগৃহীত

চাঁদপুর ২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতিক মনোনীত পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক ত্রান ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু (৫৩) আর নেই।

 হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে । মৃত্যুকালে পিতা, মাতা, স্ত্রী ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন । তার মৃত্যুতে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বইছে শোকের মাতন । 

 

শনিবার (২ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু বরন করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। 

 

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির, মতলব উওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস । মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার,সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান শওকত আলী বাদল, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা । 


Side banner
Link copied!