• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মতলব দক্ষিণের দিপু চৌধুরীর জানাজার নামাজে হাজারো মানুষের ঢল


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৭:৩৪ পিএম
মতলব দক্ষিণের দিপু চৌধুরীর জানাজার নামাজে হাজারো মানুষের ঢল
ছবি: মতলব দক্ষিণে দিপু চৌধুরীর জানাজা নামাজের একাংশ।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর জ্যেষ্ঠ পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর (৫৩) দ্বিতীয় জানাজার নামাজ মতলব দক্ষিণ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) উপজেলার নিউ হোস্টেল মাঠে বাদ আছর দিপু চৌধুরীকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষের ঢল নামে।

 

নিউ হোস্টেল মাঠে জানাজা নামাজের পূর্বে মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। জানাজার নামাজে শরিয়তপুর-৩ আসনের এমপি নাঈম রাজ্জাক, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কালু, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। জানাজার নামাজ পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী। পরে চাঁদপুর মহিলা আওয়ামী লীগের অহবায়ক অধ্যাপিকা মাছুদা নূর খান, যুগ্ম আহ্বায়ক আয়েশা রহমান লিলি, চাঁদপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক কাউন্সিলর খালেদা রহমান, মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আখি, সাধারণ সম্পাদক সাজেদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর মরিয়ম ইসলাম শিখা, সাধারণ সম্পাদক জোহরা আক্তারসহ উপজেলার দলীয় সংগঠনের নেতৃবৃন্দ দিপু চৌধুরীকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, সাজেদুল হোসেন চৌধুরী দীপুর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে সোমবার সকাল ১১টায়, ঢাকায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ওই দিন গুলশান আজাদ মসজিদে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে

 

উল্লেখ্য, শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ব্রেইন স্ট্রোক করে গত কয়েক দিন ধরে ঐ হাসপাতালের আইসিইউতে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 


Side banner
Link copied!