• ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মতলবের মুন্সিরহাটে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৮:১৮ পিএম
মতলবের মুন্সিরহাটে অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে অগ্নিকান্ডে মালামালসহ ১৫টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী দোকানিরা। বিদুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত একাধিক দোকানি ও ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা। 
ক্ষতিগ্রস্ত একাধিক দোকানি, উপজেলা ফায়ার সার্ভিস বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,শুক্রবার ভোর রাতে ওই বাজারের শরিফ হাজরার মুঠোফোনের দোকানে আগুনের সূত্রপাত ঘটে। আগুন ছড়িয়ে পড়লে মালামালসহ ওই দোকানসহ পাশের আবদুল খালেক প্রধানের কনফেকশনারি দোকান, নয়ন খানের মিষ্টির দোকান, মো. হেলালের মুদি দোকান, মো. নাদিরের ফলের দোকান, আব্দুল বাতেন প্রধানীয়ার চায়ের দোকান, অঅবদুল আজিজের গো-খাদ্যের দোকান, আলী আহম্মেদ কবিরাজের ফলের আড়ত, ওয়াসকরণীর খাবারের হোটেল, আনাছ বকাউলের মিষ্টির দোকান, রফিকুল ইসলাম হাজরার কসমেটিক্সের দোকান, রুহুল আমিনের কনফেকশনারি ও ভ্যারাইটিস পণ্যের দোকানসহ আরও তিন দোকানির দোকান পুড়ে ছাই হয়। 
সূত্রটি আরও জানায়, খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান এবং এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা ফায়ার সার্ভিস বিভাগের উপকর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। ক্ষতিগ্রস্ত দোকানি শরিফ হাজরা ও নয়ন খান বলেন, ‘অনেক কষ্ট কইরা টেয়া পইসা কর্জ কইরা দোকান দিছিলাম। দোকানের আয়েই সংসার চলত। মালামালসহ পুরা দোকান পুইড়া ছাই অইয়া গেল। আমাগো সবার প্রায় এক কোটি টেয়ার ক্ষতি অইছে আগুনে। আমরা এহন সর্বস্বান্ত। আগুনে আমাগো কপাল পুড়ল, বাঁচনের আশা-ভরসাও শেষ। পকেটে টেয়া নাই। নতুন কইরা ক্যামনে দোকান দিমু বুঝতে পারতাছি না। সামনে অন্ধকার দেখতাছি। এহন পর্যন্ত সাহায্য-সহযোগিতার জন্য কেউই আগাইয়া আসে নাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমজাদ হোসেন বলেন, পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত দোকানিদের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।


 


Side banner
Link copied!