
কুমিল্লার দাউদকান্দিতে খাবারের লোভ দেখিয়ে আট বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে মো. শরীফ হোসেন (৪২) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) তাকে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এর আগে শুক্রবার (২৮ মার্চ) গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শরীফ হোসেন উপজেলার মোহাম্মদুপর ইউনিয়নের মলয় গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, গত বুধবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের মলয় গ্রামের মুদি দোকানদার মো. শরীফ হোসেনের দোকানে আট বছর বয়সি শিশু খাবার কিনতে গেলে তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে শরীফ। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা দোকানে এলে শিশুটিকে দোকানে রেখে পালিয়ে যায় সে। পরে স্বজনরা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে রেফার্ড করেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ধর্ষণের বিষয়টি জানতে শিশুটির চাচাতো ভাই মুদি দোকানদার মো. শরীফ হোসেনকে আটক করা হয়।
শিশুটি ও তার আত্মীয়-স্বজন ঢাকায় থাকায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। তাকে ১৬৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :