• ঢাকা
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

বাগবাটি ইউপি সদস্য আব্দুল মান্নানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৯:৪৫ পিএম
বাগবাটি ইউপি সদস্য আব্দুল মান্নানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটী ইউনিয়নে হতদরিদ্র অর্ধ শতাধিক নারী পুরুষের নিকট থেকে ভিজিডি বয়স্কভাতা গর্ভবতি ও টিসিবি কার্ড দেবার কথা বলে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নানের বিরুদ্ধে।

রোববার (২৬ অক্টোবর বিকেলে এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেছেন ভুক্তভোগী পরিবাররা।

বাগবাটী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান ২০২১ সালে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন।

 

স্থানীয়রা জানান , আব্দুল মান্নান ইউপি সদস্য নির্বাচিত হবার পর প্রতারণা করতে হতদরিদ্র মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিজিডি বয়স্কভাতা গর্ভবতি ও টিসিবি কার্ড দেবা নামে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কার্ড প্রতি হাতিয়ে নিয়েছে। ৩ নং ওয়ার্ডের কানগাতী গ্রামের ৫০/৬০ জনের নিকট হতে প্রতারণায় টাকা হাতিয়ে নিয়ে কার্ড না দিয়ে দুস্থ অসহায় নারী পুরুষদের হয়রানী করছে।

এবিষয়ে কানগাতী গ্রেমের আব্দুল কাদের এর স্ত্রী মোছা. ফাহিমা খাতুনছ (৩৬) বলেন - মান্নান মেম্বার আমাকে বলে ভিজিডি বয়স্ক গর্ভবতি ও টিসিবি কার্ড আসছে। তোমার লোকজন থাকলে কার্ড প্রতি ৫০০০/ টাকা নিয়ে দিলে কার্ড করে দিবো। আমি মেম্বারের কথামত ৬ জনের নিকট থেকে ৩০০০০/ হাজার টাকা দিয়েছি। আমাদের কার্ড না দিয়ে তালবাহানা শুরু করেছে। 

 

এ ব্যপারে একই গ্রামের লুৎফর সেখের স্ত্রী আম্বিয়াছ খাতুন(৫৫) , এর নিকট হতে টিসিবি কার্ড দেবার কথা ১০০০/ টাকা নেয়। আকবর আলীর স্ত্রী আনুফা (৫৫) কে ভিজিডি কার্ড দেবার কথা বলে ২০০০/ টাকা হাতিয়ে নেয়।

মৃত ইনসাব আলীর ছেলে ওয়াহেদ আলীর(৫০) বয়স্কভাতা কার্ড দেবার জন্য ২২০০/ টাকা নেয়। একই এলাকার আবুল কাসেম (৬০), ৫০০০/ টাকা, মজিরন (৫৫) এর নিকট হতে ৩৮০০/ টাকা, কানগাতী আশ্রায়ণ প্রকল্পে ঘর দেবার কথা আমিনুল ইসলামের নিকট থেকে মান্নান মেম্বার ৫০০০/ টাকা হাতিয়ে নেয়।

এভাবে অর্ধ শতাধিক হতদরিদ্র অসহায় নারী পুরুষের নিকট লক্ষ লক্ষ প্রতারণায় হাতিয়ে নেবার অভিযোগ উঠেছে।

প্রতারক আব্দুল মান্নান মেম্বার এর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন বলেন - তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।


Side banner
Link copied!