
শ্রীমঙ্গলে বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার শহরের ইসাকী এমোস নামে একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ওই তরুণী খুলনার রূপসা থানার বাসিন্দা। তিনি শ্রীমঙ্গল থানায় এসে উপজেলার আশীদ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ গ্রামের হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ওই তরুণী প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শ্রীমঙ্গল থানার পরিদর্শক ( তদন্ত) হুমায়ুন কবির বলেন, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ হোটেল ইসাকী ইমোসে মেয়েটিকে ধর্ষণ ও নির্যাতন করার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তার করার জন্য জোর তৎপরতা চালাচ্ছে।
আপনার মতামত লিখুন :