• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহেশপুর সীমান্তে ৭ অনুপ্রবেশকারী আটক


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০৩:১৮ পিএম
মহেশপুর সীমান্তে ৭ অনুপ্রবেশকারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার ছয়  অনুপ্রবেশাকরীকে আটক করেছে ৫৮ বিজিবি। এ সময় তাদের সহায়তাকারী এক দালালকে আটক করে মহেশপুর ব্যাটেলিয়ন জোয়ানরা। রোববার সকালে সীমান্তের শ্যামকুড় বিওপি এলকায় উপজেলার একাশিপাড়ার একটি ইটভাটা থেকে তাদের আটক করা হয়। এরমধ্যে দুইজন পুরুষ, চারজন নারী ও এক শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলী ও সদর উপজেলার আকদিয়ারচর গ্রামে। এ ছাড়া সহায়তাকারী দালাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মনিরুল ডাক্তারের ছেলে সালাউদ্দীন বলে বিজিবি জানিয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
 
মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। খবর পেয়ে শ্যামকুড় বিওপির সদস্যরা এই সাতজনকে আটক করে।
 


Side banner
Link copied!