
বগুড়া আদমদীঘির সান্তাহারে এক হাজার ২৭০ ইয়াবাসহ আলমগীর হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া তার স্ত্রী সাথী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় সান্তাহার পৌর শহরের নতুন বাজার বাঁশহাটি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলমগীর নওগাঁর সদর উপজেলার রজাকপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী আলমগীরের ভাড়াবাসায় অভিযান চালানো হয়। টের পেয়ে ওই মাদক ব্যবসায়ী একটি কালো ব্যাগে এক হাজার ২৭০ ইয়াবা নিয়ে বাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, সান্তাহার পৌর শহরের নতুন বাজার বাঁশহাটি এলাকায় মিজানুর রহমানের বাসাভাড়া নিয়ে আলমগীর তার স্ত্রীকে নিয়ে থাকেন। তিনি বিভিন্ন এলাকায় মাদকব্যবসা করে আসছিলেন।
আপনার মতামত লিখুন :