
বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে মদ ও বিয়ারসহ আটজনকে আটক করেছে র্যাব।শনিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় স্পেশাল কোম্পানি, র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনানী মোড় সংলগ্ন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, বগুড়া সদরের মালগ্রাম নতুনপাড়ার মৃত ফরিদ প্রামাণিকের ছেলে জুয়েল প্রামাণিক (২৮), মালগ্রাম চাপরপাড়ার মৃত বাদশা মণ্ডলের ছেলে সরণ মণ্ডল (২৫), দক্ষিণ গুদারপাড়ার রানা মিয়ার ছেলে তুষার মিয়া (২৪), মালগ্রাম নতুনপাড়ার জহুরুল ইসলামের ছেলে ইমদাদুল সরকার (২৯), শাজাহানপুরের সাবরুল বড় মণ্ডলপাড়ার আলমগীর হোসেনের ছেলে মোকছেদুল ইসলাম (১৯), কইগাড়ি পূর্বপাড়ার দুলাল হোসেনের ছেলে রফিকুল শেখ শুভ (২৫), একই এলাকার মৃত বুলু মিয়ার ছেলে পিয়াস (২৫) ও সিরাজগঞ্জ সদরের ধানকান্দি গ্রামের মৃত খলিলুর রহমান ভূইয়ার ছেলে রজব আলী ভূইয়া (৩২)।র্যাব-১২ অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শাজাহানপুরের বনানী মোড় সংলগ্ন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় ছয় বোতল দেশীয় মদ ও দুই ক্যান বিয়ারসহ আটজনকে আটক করা হয়।র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :