• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর উদ্বোধন যেন নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে কাজ করছে পুলিশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ২১, ২০২২, ০২:১৮ পিএম
পদ্মা সেতুর উদ্বোধন যেন নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে কাজ করছে পুলিশ
ছবি: সংগৃহীত

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

মঙ্গলবার (২১ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, আর তিন দিন পরে আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানসহ এ উপলক্ষে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।

এসময় তিনি সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় পুলিশের কার্যক্রমের বিষয়ে বলেন, এত বেশি বৃষ্টি হচ্ছে, গলা পর্যন্ত পানি হয়ে গেছে বন্যাকবলিত এলাকায়। বন্যাকবলিত এলাকায় পুলিশও কাজ করছে যাতে নির্বিঘ্নে ত্রাণ দেওয়া যায়।

এছাড়া বন্যাকবলিত এলাকায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।


Side banner
Link copied!