• ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ১২:০৪ পিএম
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
ছবি - সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। 
শনিবার (২ ডিসেম্বর) সকাল নয়টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক।  রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। আরো বলছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে ভূমিকম্পের উৎপত্তিস্থল।
এদিকে রাজধানী ছাড়াও রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়া থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। 


Side banner
Link copied!