• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

জুলাই শহীদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়াশোনার সুযোগ দেবে সরকার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১০:৩৫ পিএম
জুলাই শহীদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়াশোনার সুযোগ দেবে সরকার

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করা শহীদদের পরিবারের সন্তানদের জন্য বিশেষ শিক্ষা সুবিধা ঘোষণা করেছে সরকার। এখন থেকে জুলাই শহীদ পরিবারের সন্তানরা দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন।

রোববার (২০ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখার সহকারী পরিচালক মো. হুমায়ুন কবিরের স্বাক্ষর করা এক স্মারকে বিষয়টি জানানো হয়। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গত ২১ সেপ্টেম্বরের চিঠির বরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্মারকে বলা হয়েছে, “২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে অসংখ্য দেশপ্রেমিক নারী-পুরুষ ও ছাত্রজনতা জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ ছাড়াও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে শহীদ পরিবারের সন্তানদের অবৈতনিকভাবে ভর্তি ও শিক্ষাসুবিধা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ উদ্যোগকে সরকার মনে করছে শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা প্রদর্শনের অংশ এবং প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


Side banner
Link copied!