• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

আগস্টের ১ ও ৪ তারিখ ব্যাংক বন্ধ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০৫:৫৯ পিএম
আগস্টের ১ ও ৪ তারিখ ব্যাংক বন্ধ

করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগস্ট মাসের ১ ও ৪ তারিখ (দুই দিন) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের আজ বুধবার (২৮ জুলাই) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে সরকারের ঘোষিত কঠোর বিধি-নিষেধে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু আছে। এর পরও ব্যাংকের মাধ্যমে করোনার প্রাদুর্ভাব যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সে জন্য বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।


 


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!