• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১০০তম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১২:৫৩ পিএম
১০০তম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত

আরও একটি ট্রফি যুক্ত হলো রিয়াল মাদ্রিদের শোকেসে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাবাতের স্তাদে প্রিন্স মৌলে আব্দেল্লায় ক্লাব বিশ্বকাপের ফাইনালে আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে রেকর্ড পঞ্চম শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপের পঞ্চম শিরোপা জয়ের দিন রিয়াল মাদ্রিদ তাদের ইতিহাসে ১০০তম শিরোপা জিতেছে।

শনিবার রাতে মরক্কোর রাজধানীতে আল হিলালের বিপক্ষে জোড়া গোল করেন ভিনিসিউস জুনিয়র ও ফেদে ভালভার্দে। বাকি গোলটি করেন করিম বেনজেমা। আল হিলালের পক্ষে জোড়া গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। বাকি গোলটি করেন মৌসা মারেগা।

এই শিরোপা জয়ে প্রথমত ১০০তম শিরোপার দেখা পেল রিয়াল। পাশাপাশি, রিয়ালের হয়ে ২৫তম শিরোপা জিতেছে দলটির ফরাসি তারকা করিম বেনজেমা। যার ফলে মার্সেলোর সঙ্গে যৌথভাবে এখন রিয়ালের সবচেয়ে সফল খেলোয়াড় বেনজেমা। ফরাসি স্ট্রাইকার বেনজেমার আগে মার্সেলোই (২৫ শিরোপা) ছিলেন রিয়ালের হয়ে শিরোপা জয়ে সবচেয়ে সফল ফুটবলার।


রিয়ালের ১০০তম শিরোপা জয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে; ৩৫ বার লিগ শিরোপা, ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, ১৯ বার কোপা দেল রে, ১২ বার সুপার কোপা।

রিয়াল তাদের ইতিহাসে ১০০তম শিরোপা জয় করলেও ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী দল রেঞ্জার্স থেকে অনেক পিছিয়ে আছে। ইতিহাসে রিয়াল মাদ্রিদের আগে মাত্র তিনটি ক্লাব একশ ট্রফির মাইলফলক স্পর্শ করেছে। সবচেয়ে বেশি শিরোপা জিতে এই তালিকায় শীর্ষে রয়েছে স্কটিশ ক্লাব রেঞ্জার্স (১১৬ শিরোপা)। ১১৪ শিরোপা জিতে দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি ক্লাব আল-আহলি। আর ১১৩ শিরোপা নিয়ে তালিকায় তিনে রয়েছে আরেক সফল স্কটিশ ক্লাব সেলটিক।  

চলতি মৌসুমে লিগে বার্সেলোনা থেকে ৮ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে মৌসুম শুরু থেকে ভালোভাবেই এগোচ্ছিল তারা। তবে কাতার বিশ্বকাপের পর খেই হারিয়ে ফেলে আনচেলত্তির দল। এদিকে কিছুদিন আগেই সুপার কোপার ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল। তবে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এখনও টিকে আছে স্পেনের জায়ান্টরা। ২১ ফেব্রুয়ারি শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট লিভারপুল। 


Side banner
Link copied!