• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ল স্পেন


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৩:২৫ পিএম
ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ল স্পেন
ছবি - সংগৃহীত

স্পেন দলকে সবাই সাধারণত চেনে তাদের ফুটবল দিয়ে। তারা যে ক্রিকেটও খেলে তা অনেকেরই অজানা। সেই স্পেনই কিনা টি-টোয়েন্টি ক্রিকেটে আইল অব ম্যানকে মাত্র ১০ রানে অলআউট করে বিশ্বরেকর্ড গড়েছে।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝামাঝি অবস্থিত আইল অব ম্যান আইসিসির সদস্যপদ পায় ২০১৭ সালে। দেশটার নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, তাদেরই অলআউট করে বিশ্বরেকর্ড করেছে স্পেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৮.৪ ওভার খেলে ১০ রানে অলআউট হয়ে যায় আইল অব ম্যান। স্পেনের হয়ে দুই বোলার মোহাম্মদ কামরান এবং আতিফ মেহমুদ চারটি করে উইকেট পেয়েছেন। বাকি দুটি উইকেট পেয়েছেন লর্ন বার্নস।

রান তাড়া করতে নেমে মাত্র দুই বল খরচ করেছে স্পেন। নিশ্চিত হারের ম্যাচে জোসেফ বুরোস বল করতে এসে প্রথমটি করেন নো বল। তার পরের দুই বুলে দুই ছক্কা হাঁকিয়ে জয় তুলে নেন আওয়াইস আহমেদ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে সর্বনিম্ন স্কোরটি ছিল বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ১৫ রানে অলআউট হয়েছিল তারা। তবে কিছুদিনের ব্যবধানেই সেই রেকর্ডটি নিজেদের করে নিল স্পেন। 


Side banner
Link copied!