• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটের মোরেলগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৮:০৮ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বাগেরহাটের মোরেলগঞ্জ থানার আয়োজনে বিকেল ৩ টায় উপজেলার ৩নং পুটিখালী ইউনিয়নের স্হানীয় ভাটখালী বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক, পিপিএম।
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিরাপদ সমাজ বিনির্মাণে বিট পুলিশিং অত্যন্ত কার্যকর একটি কার্যক্রম। পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করতে হবে।
বাগেরহাটের মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মাহমুদ হোসেন, মোরেলগঞ্জ থানা ওসি(তদন্ত) মোঃ শাহজাহান আহমেদ,  উপজেলা ভাইস চেয়ারম্যান  মোঃ মোজাম্মেল হক মোজাম, পুটিখালী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। 
আয়োজিত বিট পুলিশিং সমাবেশে জনপ্রতিনিধি,শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারন ও সূধীজন এসময় উপস্থিত ছিলেন। 
 


Side banner
Link copied!