
'সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শ্রম প্রতিরোধ করি- শ্লোগানকে সামনে রেখে মোরেরগঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়।মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এর আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
রবিবার (১২ জুন) বিকেলে এক বর্ণাঢ্য সাইকেল র্যালীর মাধ্যমে শুরু হয় শিশু শ্রম দিবস। সাইকেল র্যালী শেষে উপজেলা অফিসার্স ক্লাবে শিশু শ্রম প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: জাহাঙ্গীর আলম।মোরেলগঞ্জ এপির ভারপ্রাপ্ত ম্যানেজার মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন, মোরেলগঞ্জ থানার এস আই মো:ওয়াসিম, মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সভাপতি এইচ,এম,শহিদুল ইসলাম প্রমূখ।
এসময় আরো উপস্হিত ছিলেন, যুবলীগ নেতা মো: সাগর শিকদার মিথুন,মোরেলগঞ্জ প্রেস ক্লাব সহ সাধারণ সম্পাদক এম,পলাশ শরীফ, উপজেলা প্রেস ক্লাব সদস্য এনায়েত করিম রাজীব, ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপির লাকী হালদার সহ এলাকার শিশু প্রতিনিধি ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দিবসটিতে আলোচকরা তাদের আলোচনায় শিশু শ্রম বন্ধ করার মাধ্যমে শিশুর সামাজিক নিরাপত্তা ও সুরক্ষার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :