• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত


FavIcon
মোঃ রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ (বাগেরহাট):
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ০৭:২৩ পিএম
মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে  বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উপজেলা পরিষদ ও উপজেলা  প্রশাসনের উদ্যোগে  স্বাধীনতার মহান স্থপতি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী,বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে  (সোমবার) ১৫ই আগস্ট সকালে পরিষদ চত্তরে অবস্থিত  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,কালো ব্যাজ ধারন ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য,  উপজেলা প্রশাসন ও পরিষদের  স্ব-স্ব দপ্তরের কর্মকর্তাবৃন্দ,পুলিশ প্রশাসন, মোরেলগঞ্জ  পৌরসভা ,বিভিন্ন রাস্ট্রত্ব ব্যাংকের মোরেলগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ, সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা প্রাশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন( বাগেরহাট -৪) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন এম পি,

বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ শাহ-ই আলম বাচ্চু,উপজেলা সহকারী কমিশনার( ভুমি) আব্দুল মালেক,থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক,জেলা পরিষদের সাবেক সদস্য অফরোজা আক্তার লিনা,উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী, প্রানীীসম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস কর্মকর্তা বিনয় রায়,উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান,উপজেলা নির্বাচন অফিসার মোস্তফা কামাল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন আকন,উপজেলা প্রসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম সহ এ সময় উপজেলা প্রশাসনের সরকারী বিভিন্ন দাপ্তরের কর্মকর্তাবৃন্দ ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 


Side banner
Link copied!