
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পানগুছি রক্তদান সংগঠন কালিকাবাড়ী এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
রক্তদান বাচায় প্রান।আসুন মানবতার সেবায় রক্তদানে এগিয়ে আসি।সোনার বাংলা বিনির্মানে দেশ ও জাতিকে সঠিক
দিক নির্দেশনায় আলোকিত করি।এই উপলক্ষে গত বুধবার মোড়েলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের মুনশীরহাট বাজারে পানগুছি রক্তদান সংগঠনের ফ্রী ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন মোঃআব্দুল হাই হাওলাদার,খতিব-পশ্চিম কালিকাবাড়ী জামে মসজিদ। মোঃ ইয়াসিন বাবু, বলzzইবুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। মোঃ তুহিন বিল্লাহ, সভাপতি ১ নং বাশবাড়ীয়া ওয়ার্ড ছাত্রলীগ। মোঃ ইমরান হোসেন, ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত ছিলো উক্ত, ৩ নং ওয়ার্ডের জনসাধারণ।
আপনার মতামত লিখুন :