• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ছাদ ধসে আহত ১৫


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১০, ২০২৩, ১০:০৮ পিএম
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ছাদ ধসে আহত ১৫
ছবি - সংগৃহীত

সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৫ আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, আহতরা সবাই ওই ভবনের নির্মাণ শ্রমিক।
শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ‌ছাদ ধসের তথ্য জানার পর আমরা ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি নির্মাণাধীন ভবনের ১০ তলা ছাদের একটি অংশ ধসে পরেছে। এতে অন্তত ১৫ জন নির্মাণ শ্রমিক আহত হন।

তিনি আরও বলেন, ‘আমরা ভবন নির্মাণে দায়িত্বরতদের সঙ্গে ও হাসপাতালে পাঠানো শ্রমিকদের তালিকা মিলিয়ে দেখেছি কেউ নিখোঁজ নেই। আহতদের আঘাতও গুরুতর ছিল না। তাদের ডিইপিজেড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাদ ঢালাইয়ের সময় বেশি উপকরণ পড়ে যাওয়ায় ধসে পড়ার ঘটনা ঘটে। ঢালাইয়ের সময় ছাদে যে সাপোর্ট দেয়া হয়েছিল তাও দুর্বল ছিল বলে জানান শ্রমিকরা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনিস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।


Side banner
Link copied!