• ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

জেলা প্রশাসকের নির্দেশে পুকুর ভরাট বন্ধে ভ্রাম্যমান অভিযান পরিচালনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ১১:২৫ এএম
জেলা প্রশাসকের নির্দেশে পুকুর ভরাট বন্ধে ভ্রাম্যমান অভিযান পরিচালনা
ছবি - সংগৃহীত

শরীয়তপুর সদর পৌরসভার বিভিন্ন স্থানে বহু পুরাতন ঐতিহ্যবাহী পুকুর ভরাট হয়ে গেছে ভূমিদস্যু ও ড্রেজার ব্যবসায়ীদের কারণে। জমি ব্যবসায়ী ও ড্রেজার মালিকরা ভূমি আইনের নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে পুকুরগুলিকে অবৈধভাবে ড্রেজার দিয়ে ভরাট করে ফেলছে। এক সময়ে শরীয়তপুর সদর পৌরসভার মানুষের কাছে পুকুর হবে শুধুই স্মৃতি। শরীয়তপুর সদর পৌরসভার বিভিন্ন স্থানে  অবৈধভাবে পুকুর ভরাটের হিরিক পড়ে গেছে। পুকুর ভরাটের বিষয়টি নব যোগদানকৃত জেলা প্রশাসকের নজরে আসে। গত ২ আগস্ট ২০২৩ জেলা প্রশাসকের নির্দেশক্রমে ম্যাজিস্ট্রেট মোঃ মামুন শরীফ শরীয়তপুর সদর পৌরসভার ধানুকা এলাকার বিভিন্ন স্থানে পুকুর ভরাট বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
এ সময় কয়েকটি পুকুর ভরাটের চলমান কাজ বন্ধ করে দেয়। অভিযান চলাকালীন পুকুর ভরাট কাজে জড়িত আবুল হোসেন( ৪৫) কে হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং উক্ত ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।  এ  সময় পুকুর ভরাটের কাজে জড়িত বালু সঞ্চালন পাইপসমুহ বিনষ্ট করা হয়। সেই সাথে সকলকে পুকুর ভরাট কাজ আর না করার জন্য সতর্ক করা  হয়। জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।পুকুর ভরাট বন্ধে অভিযান পরিচালনা কালে ম্যাজিস্ট্রেট মোঃ মামুন শরীফ কে সহযোগিতা করে শরীয়তপুর জেলা পুলিশ।
 


Side banner
Link copied!