• ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শরীয়তপুর জেলা প্রশাসকের পালং মডেল থানা পরিদর্শন


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৯:২৫ এএম
শরীয়তপুর জেলা প্রশাসকের পালং মডেল থানা পরিদর্শন
ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দিন আহমেদ পালং মডেল থানার অস্ত্রাগার পরিদর্শন করেন।  বছরে একবার জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতা বলে জেলার প্রতিটি থানার অস্ত্রাগার পরিদর্শন করতে হয়। ২৫ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১ টার দিকে শরীয়তপুর সদর পালং মডেল থানায় পরিদর্শন করতে আসেন। পরিদর্শন কালে জেলা প্রশাসক মোঃ নিজাম উদ্দিন আহমেদ এর সাথে সহযোগী হিসেবে ছিলেন শরীয়তপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র এবং জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহিম এবং থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন সহ থানার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

পরিদর্শন শেষে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রতিটি দপ্তর অফিস আদালতে আমরা যারাই প্রধান দায়িত্ব রতভাবে আছি যার যার কর্মস্থল থেকে তার সঠিক দায়িত্ব পালন করলেই দেশ ভালো থাকবে এবং সাধারণ জনগণও সেবা পাবে।


Side banner
Link copied!