
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ মণ গাঁজা ও ২টি অটোরিক্সা উদ্ধারসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ রুহুল মিয়া (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (১৩ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার রামখানা বর্ডার থেকে ফুলবাড়ী যাওয়ার পথে ফুলবাড়ী থানাধীন মন্ডলটারি (বুড়াটারী) গ্রামের মোঃ রুহুল মিয়াকে তার অটোরিক্সার সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিংকৃত ১ মণ গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত ২টি অটোরিক্সা জব্দ করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২৫ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :